• হোম > শিক্ষাঙ্গন > প‌বিপ্র‌বিসাস’র নতুন ক‌মি‌টি‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে বাকসাস

প‌বিপ্র‌বিসাস’র নতুন ক‌মি‌টি‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে বাকসাস

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২, ১৩:৪৩
  • ৪২৭

প‌বিপ্র‌বিসাস’র নতুন ক‌মি‌টি‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে বাকসাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (প‌বিপ্র‌বিসাস) নতুন ক‌মি‌টি‌কে শুভেচ্ছা ও অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে বাঙলা ক‌লেজ সাংবা‌দিক স‌মি‌তি (বাকসাস)।

বুধবার (২৭ জুলাই ) বাকসাস সভাপ‌তি নাজমুল হো‌সেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল এক যৌথ বিবৃ‌তি‌তে এ শু‌ভেচ্ছা জানান।

যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য,  বুধবার (২৭ জুলাই) পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সহকারী অধ্যাপক মো: মোমিন উদ্দিন, সহকারী অধ্যাপক মো: আবুবকর সিদ্দিকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২২-২৩ কার্যকরী পরিষদের নতুন কমিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে দৈনিক মানবজমিনের ক্যাম্পাস প্রতিবেদক আনিসুর রহমানকে সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের নুর মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন (দৈনিক অধিকার), যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক-সম্পাদক মারছিফুল রিমন (দৈনিক বানিজ্য প্রতিদিন), দফতর ও প্রকাশনা সম্পাদক মো: জান্নাতীন নাঈম জীবন (প্রজন্ম নিউজ), কোষাধ্যক্ষ আবু হাসনাত তুহিন (দৈনিক মতবাদ)।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সাইফুল আরেফিন (সময়ের খবর), ওয়াসিফা রহমান অরনি (জাগো বুলেটিন), আবির মাহমুদ (দৈনিক বরিশাল), ফারহা তৃণ (দৈনিক যুবকণ্ঠ) ও এস এম ওমর (News.dhaka24live)।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122525 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 04:49:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group