• হোম > জাতীয় > ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত: তদন্ত কমিটি গঠন

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত: তদন্ত কমিটি গঠন

  • শুক্রবার, ২৯ জুলাই ২০২২, ১৮:২৯
  • ৩৫৩

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: ফোকাস বাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে দুর্ঘটনার পরপরই বিভাগীয় পার্সোনেল অফিসার (ভারপ্রাপ্ত) আনছার আলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ আহত হয়েছেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‌‌‘মাইক্রোবাসে ১৫ জন যাত্রী ছিলেন। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। আহত ৪ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122568 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 09:56:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group