• হোম > অর্থনীতি > উজবেকিস্তান থেকে পণ্য আমদানির কথা ভাবছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

উজবেকিস্তান থেকে পণ্য আমদানির কথা ভাবছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ০৯:৪৬
  • ৪০২

 ফাইল ছবি

উজবেকিস্তান থেকে সারসহ সম্ভাব্য নানা পণ্য আমদানির কথা ভাবছে সরকার। একই সাথে ওষুধসহ অনেক কিছুই দেশটিতে রপ্তানির কথাও ভাবছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ জুলাই) উজবেকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দুই দেশের যোগাযোগ বাড়াতে তাদের ঢাকায় দূতাবাস খোলার আহ্বান জানানো হয়েছে।

প্রররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্ধ হয়ে যাওয়া তাসখন্দ-ঢাকা ফ্লাইট শুরু করা যায় কিনা সেটিও ভেবে দেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া উজবেকিস্তান থেকে ই-ভিসা দেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122582 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:14:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group