• হোম > আন্তর্জাতিক > জ্বালানি সাশ্রয়ে টাই না পরার পরামর্শ দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে টাই না পরার পরামর্শ দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ১০:০১
  • ৫২০

 ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে নাগরিকদের টাই না পরার পরামর্শ দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার (২৯ জুলাই) এক ভাষণে তিনি বলেন, এয়ার কন্ডিশন ব্যবহারের বদলে এটাই হবে কার্যকর পদক্ষেপ। মন্ত্রী, সরকারি-বেসরকারি কর্মীদের উদ্দেশ্যে পেদ্রো বলেন, দাবদাহ থেকে সুরক্ষা ও স্বস্তি মিলবে টাই না পরলে।

বেশ কিছুদিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। এরই মধ্যে রাশিয়া জ্বালানি সরবরাহ কমানোর ঘোষণা দেয়ায় বিপাকে অনেক দেশ। ইইউ’র জরুরি বৈঠকে গ্যাসের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশগুলো। জ্বালানি সাশ্রয়ে আগামী সপ্তাহ থেকে আরও জোরালো পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সানচেজ।

তিনি বলেন, দেখুন আমি কিন্তু টাই পরিনি। আমরা সবকিছু জ্বালানি সাশ্রয় পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। মন্ত্রী, সরকারি, বেসরকারি কর্মী সবার উদ্দেশ্যেই বলছি, টাই পরা বাদ দিন। এভাবেই আমরা বিদ্যুৎ ব্যবহার কমাতে পারি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122588 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:55:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group