• হোম > আন্তর্জাতিক > আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যু

আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যু

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ১১:১৫
  • ৪৬০

 ছবি: সংগৃহীত

মাংকিপক্স ভাইরাসে সংক্রমিত হয়ে আফ্রিকার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।জানা গেছে, এই ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রাজিল ও স্পেনে মৃত্যুর ঘটনা ঘটেছে।

ব্রাজিলে মাংকিপক্স আক্রান্ত ৪১ বছর বয়সী একজন মারা গেছেন। আফ্রিকার দেশগুলোর বাইরে মাংকিপক্সে এটি প্রথম মৃত্যু।

ব্রাজিলের পরপরই স্পেন মাংকিপক্সে একজনের মৃত্যুর কথা জানায়। ইউরোপে মাংকিপক্সে এটাই প্রথম মৃত্যু।

গত সপ্তাহে মাংকিপক্স সংক্রমণ নিয়ে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে মাংকিপক্সে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তি লিমোফোমায় ভুগছিলেন। এছাড়া তার রোগ প্রতিরোধব্যবস্থাও ছিল দুর্বল। আগে থেকে অন্য রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। এতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। সূত্র: বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122602 ,   Print Date & Time: Monday, 5 January 2026, 02:44:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group