• হোম > বিনোদন > এবার কলকাতায় মুক্তি পাবে অপু বিশ্বাসের সিনেমা

এবার কলকাতায় মুক্তি পাবে অপু বিশ্বাসের সিনেমা

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ১১:২১
  • ৪৩২

 ছবি: সংগৃহীত

বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, অবশেষে আমার অভিনীত কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। সিনেমার গল্পে বাংলাদেশের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটা কিছু হবে বলে আমার বিশ্বাস।’

এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122604 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:03:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group