• হোম > জাতীয় > রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়াচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়াচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ১৫:৪০
  • ৪১৭

 ফাইল ছবি

রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক পরামর্শক সভায় তিনি এ সব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সম্পদ সীমিত। বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের খাদ্য ও সহায়তা নিশ্চিত করলেও দিন যত যাচ্ছে, তারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ দ্রুতই তাদের নিরাপদ প্রত্যাবর্তন চায়।

তিনি বলেন, মানবপাচার রোধে সরকার আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। মানবপাচার ইস্যুকে সরকার গুরুত্ব দিয়ে দেখে। যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে বাংলাদেশ দ্বিতীয় স্তরে অবস্থান করছে। এটি মানবপাচারের বিরুদ্ধে অবস্থানের প্রতিফলন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মানবপাচারকারীরা সাইবার স্পেসে ঢুকে গেছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানবপাচার করছে। সাম্প্রতি ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানবপাচার বেড়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122634 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 06:26:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group