• হোম > জাতীয় > বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসন

বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসন

  • রবিবার, ৩১ জুলাই ২০২২, ১০:৩৩
  • ৪১৭

 ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন আগামী ২-১০ আগস্ট বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য এই সফর। তার সফরে অগ্রাধিকার থাকবে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।

তিন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকগুলোতে আরও গুরুত্ব পাবে জাতিসংঘে মার্কিন সহযোগিতাকে আরও গভীর করা এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী মহাসচিব পদের জন্য ডোরেন বোগদান-মার্টিন-এর প্রার্থীতার পক্ষে সমর্থন আদায়।

সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠকে, সিসন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলি কীভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে মত বিনিময় করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122669 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 08:51:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group