• হোম > বিনোদন > এবার হিরো আলমের পক্ষে দাঁড়ালেন নোবেল

এবার হিরো আলমের পক্ষে দাঁড়ালেন নোবেল

  • রবিবার, ৩১ জুলাই ২০২২, ১১:০২
  • ৩৮৭

 ছবি: সংগৃহীত

বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কনটেন্ট তৈরিসহ বেশ কিছু অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সেখানে তাকে বিকৃত সুরে গাওয়া গান, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে পরে অভিনয় এবং কনটেন্ট তৈরি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালেচনা। বিষয়টিতে ব্যক্তিগত স্বাধীনতায় প্রশাসনের হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন অনেকেই।

হিরো আলম কেন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত গাইতে পারবে না এ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই হিরো আলমের পক্ষে নানা মত প্রকাশ করছেন। এবার হিরো আলমের পক্ষে দাঁড়ালেন সারেগামাপা প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া বিতর্কিত শিল্পী নোবেল।

ফেসবুক পোস্টে নোবেল বলেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!’

ওই পোস্টে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি মন্তব্য করে নোবেল লিখেছেন, ‘যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যান নাই তারে নিয়ে যে এ দেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তা ছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সে ক্ষেত্রে তার গান এ দেশের যে কেউ গাইলে তেমন কোনো ক্ষতি নেই। ’

এদিকে হিরো আলম শুক্রবার একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দিন ধরে তোলপাড় চলতেছে, হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লালন সংগীত গাইব না। আমার নিজের লেখা নিজের সুর করা গান তো গাইব। সে অনুযায়ী আমার নিজের করা একটি গান প্রকাশ করেছি। এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে। ’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122683 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 11:08:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group