• হোম > জাতীয় পার্টি | রাজনীতি > জাপার সঙ্গে বৈঠকে ইসি

জাপার সঙ্গে বৈঠকে ইসি

  • রবিবার, ৩১ জুলাই ২০২২, ১২:২৫
  • ১০৫৫

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনের এ সংলাপ শুরু হয়।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। সংলাপে প্রধান নির্ব‌াচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

এদিকে বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122694 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:24:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group