• হোম > আন্তর্জাতিক > রাশিয়ার নৌবহরে হামলা হয়েছে, দাবি মেয়রের

রাশিয়ার নৌবহরে হামলা হয়েছে, দাবি মেয়রের

  • রবিবার, ৩১ জুলাই ২০২২, ১২:৩১
  • ৪৮৩

 ছবি: সংগৃহীত

ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেবাস্তোপোলে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে শহরটির মেয়র মিখাইল রাজভোজায়েভ। রবিবার সেবাস্তোপোলে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার, ৩১ জুলাই রাশিয়াতে জাতীয় ছুটির দিন। রুশ নৌবাহিনী দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়। এ দিনই হামলার ঘটনা ঘটেছে।

টেলিগ্রামে মিখাইল রাজভোজায়েভ বলেছেন, ইউক্রেনের জাতীয়তাবাদীরা রাশিয়ার নৌবহরের আনন্দের দিনটি নষ্ট করার জন্য সকালে এই ঘটনা ঘটিয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তাও আহত হয়েছে। নিরাপত্তাগত কারণে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সম্ভব হলে শহরের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।

সূত্র: এএফপি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122696 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 10:40:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group