• হোম > জীবনযাপন > স্তনে চাকা বা বোঁটা ভেতরে ঢুকে গেলে কী করবেন

স্তনে চাকা বা বোঁটা ভেতরে ঢুকে গেলে কী করবেন

  • রবিবার, ৩১ জুলাই ২০২২, ১৩:১২
  • ৫০৩

 ছবি: সংগৃহীত

সারা বিশ্বে স্তন ক্যানসারের হার বাড়ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার বিভাগের অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার নির্ণয় করা জন্য আমরা… যে কোনও ক্যানসারের ক্ষেত্রে প্রাথমিকভাবে নির্ণয়ের দুই পর্যায়ের কথা বলি। একটা হলো, লক্ষণ দেখা দেওয়ার পরে যেন আর কেউ দেরি না করে। আরেকটা হলো, লক্ষণ দেখা দেয়নি, কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে; যেটাকে আমরা ক্যানসার স্ক্রিনিং বলি। যদি কারও স্তনের ভেতরে চাকা থাকে বা পিন্ডের অস্তিত্ব অনুভব করেন, অবশ্যই তিনি ডাক্তারের কাছে যাবেন। যদি তাঁর বগলতলায় গোটা বা ফোলা থাকে, ওটা কিন্তু গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি… সারা শরীরে সৃষ্টিকর্তা পাহারাদার বসিয়ে রেখেছে আমাদের বহিঃশক্তি থেকে রক্ষা করতে। বগলতলায় আছে, ঘাড়ে আছে, ব্রেস্ট বা স্তন থেকে সবার আগে লিমফেটিক যে ড্রেনেজটা, সবার আগে বগলতলার গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়ে যায়।

কারও হয়তো স্তনের মধ্যে কিছু পাওয়া গেল না, কিন্তু বগলতলায় গোটা আছে; তাহলে অবহেলা করবেন না। ডাক্তারের পরামর্শ নেবেন। যদি এমন হয় যে চামড়ার মধ্যে একটা মসৃণতা থাকে, সেটা নষ্ট হয়ে গিয়ে এক ধরনের… আমরা ডাক্তারি ভাষায় বলি পিউ-ডি অরেঞ্জ, মানে কমলালেবুর খোসার গায়ে যে ছোট ছোট ছিদ্র বা গর্তের মতো দেখা যায়, ভেতরে একটা টিউমার আছে, তার প্রেশারে চামড়াটা কুঁচকানোর মতো হয়। এটা যদি হয়, তাহলে হতে পারে। স্তনের নিপল বা বোঁটা, সেখানে যদি অস্বাভাবিকতা থাকে, বিশেষ করে সেটা যদি ভেতরে ঢুকে যায়; একজন প্রাপ্তবয়স্ক নারীর যদি স্তনের বোঁটা ভেতরে ঢুকে যায়, রিট্র্যাকশন অব নিপল বলি আমরা। এখানে বলে রাখি, অল্প বয়সি মেয়েদের এটা থাকতে পারে, টিনএজার মেয়েদের, এটা কিন্তু পরে ঠিক হয়ে যায়। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু আমি বলছি, কেউ যদি টের পান নিপলটা ভেতরে ঢুকে গেছে, এই লক্ষণগুলো… এর বাইরেও আরও কিছু আছে।

এনটিভি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122710 ,   Print Date & Time: Friday, 5 December 2025, 12:01:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group