• হোম > খেলা > সূচি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ! আলাদা দলের পরিকল্পনা

সূচি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ! আলাদা দলের পরিকল্পনা

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১১:২৮
  • ৩৬৩

 ছবি: সংগৃহীত

তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য টাইগারদের আলাদা দল তৈরির ভাবনার কথা নতুন কিছু না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অনেকবারই বলেছেন এমন পরিকল্পনার কথা। তবে সিরিজ শুরু হলে দেখা যায়, ঘুরেফিরে যারা নিয়মিত, তাদেরকেই রাখা হচ্ছে তিন সংস্করণের স্কোয়াডে। তবে সম্প্রতি সেই সংস্কৃতির কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। এবার অনেকটা বাধ্য হয়েই আলাদা দল করতে হবে টাইগারদের। এমনটাই মনে করছেন পাপন।

ইংল্যান্ডের বার্মিংহামে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় আইসিসির সর্বশেষ সভা। সেখান থেকে রবিবার (৩১ জুলাই) বিকেলে দেশে ফিরে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘আইসিসির মিটিংয়ে সিদ্ধান্ত অনেক ছিল। একটা ছিল, খেলা ডিস্ট্রিবিউশন। এফটিপি যা আছে, অফিসিয়ালি ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা বলছি না। এক সপ্তাহের ভেতরে দিয়ে দেওয়ার কথা। এফটিপি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, যে পরিমাণে খেলা আছে আমার মনে হয় এখন আমাদের দুশ্চিন্তার বিষয়, খেলব কীভাবে? এতো ম্যাচ খেলা আসলেই কঠিন।’

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এই পাঁচ বছরে উইন্ডিজ ছাড়া বাকি সবার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল।

আগামী পাঁচ বছরের এমন ঠাঁসা সূচিতে বিপাকে বাংলাদেশ। এজন্য আলাদা দল তৈরির ভাবনার কথা জানালেন পাপন, ‘এখন আমাদের আলাদা দল করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। কয়েকটা খেলোয়াড়ের ওপর চাপ এত বেশি পড়বে, যেটা আসলে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। বদলিয়ে বদলিয়ে খেলতে হবে। এছাড়া কোনো উপায় নেই।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122754 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:59:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group