• হোম > খেলা > মেসি-নেইমার-রামোসের গোলে সুপার কাপ পিএসজির

মেসি-নেইমার-রামোসের গোলে সুপার কাপ পিএসজির

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১১:৪৩
  • ৪১৭

 ছবি: সংগৃহীত

মেসি, নেইমার ও রামোসের গোলে ফ্রেঞ্চ সুপার কাপ জিতে মৌসুম শুরু করলো পিএসজি। নঁতেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এই শিরোপা পুনরুদ্ধার করলো ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা।

গেলো মৌসুমে লিলের কাছে হেরে সুপার কাপ হাতছাড়া হয়েছিল পিএসজির। তবে এদিন ইসরাইলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করেনি মেসি-নেইমাররা। ম্যাচের ২২ মিনিটেই মেসির গোলে লিড নেয় পিএসজি। নেইমারের থ্রু থেকে গোলরক্ষককে বোকা বানাতে ভুল করেননি এই আর্জেন্টাইন সুপারস্টার। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে নেয়া তার ফ্রি কিক জায়গা করে নেয় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পায় প্যারিস সেইন্ট জার্মেই। এবার স্কোরশিটে নাম তোলেন দলের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। আর ৮১ মিনিটে বক্সের ভেতর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ডিফেন্ডার জেয়ান চার্লস। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে দলের সুপার কাপের শিরোপা জয় নিশ্চিত করেন নেইমার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122758 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 09:44:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group