• হোম > আন্তর্জাতিক > সীমান্তে ইরানের সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ১ তালেবান সদস্য

সীমান্তে ইরানের সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ১ তালেবান সদস্য

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১১:৫৮
  • ৩৭১

 ছবি: সংগৃহীত

সীমান্তে তালেবানের সাথে ইরানের সামরিক বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তালেবানের ১ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। খবর বিবিসির।

রোববার (৩১ জুলাই) আফগানিস্তানের নিমরোজ প্রদেশ ও ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গেল বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর থেকে প্রতিবেশী দুই দেশের সীমান্তে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার কী কারণে সংঘর্ষ হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সীমান্ত পার হয়ে ইরানের অংশে পতাকা উত্তোলন করার উদ্যোগ নেয় তালেবান। তাদের বাধা দেয় ইরানি সীমান্তরক্ষী বাহিনী। এ সময় দু’পক্ষে গোলাগুলি হলে তালেবানের এক সদস্য মারা যায়। গেল মাসেও সীমান্তের একই জায়গায় সংঘর্ষ হয় যাতে প্রাণ যায় এক ইরানি সীমান্তরক্ষীর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122762 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 02:15:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group