• হোম > আন্তর্জাতিক > দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তান, বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩২০

দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তান, বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩২০

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১২:০১
  • ৪১১

 ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রবল বন্যা, ভূমিধস এবং ভারি বৃষ্টিপাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২০ জনে। সোমবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করলো দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেলুচিস্তান। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যটিতে জারি রয়েছে ১৪৪ ধারা। গেলো ২৪ ঘণ্টায় প্রদেশটিতে বন্যার পানির তোড়ে ভেসে গেছেন অনেকে। যাদের মাঝে ১৯ জনের মরদেহ উদ্ধার করা গেছে। গেলো দু’মাসের বন্যায় এই প্রদেশে মারা গেছেন ১২৭ বাসিন্দা। ক্ষতিগ্রস্ত ১৩ হাজারের বেশি ঘরবাড়ি। ২০ লাখ একরের মতো আবাদি জমিও ধ্বংস হয়েছে প্রাকৃতিক দুর্যোগে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্গত এলাকা পরিদর্শনের পর দিয়েছেন জরুরি ত্রাণ সহায়তার বরাদ্দ। এর বাইরে খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন ৬০ জন। পাঞ্জাবেও সাম্প্রতিক দুর্যোগে নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধ-শতাধিক। সেনাবাহিনীর সহযোগিতায় চলছে উদ্ধার কাজ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122764 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:55:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group