• হোম > জাতীয় পার্টি | রাজনীতি > ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন চায় জাপা

৮ বিভাগে ৮ দিনে নির্বাচন চায় জাপা

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১৩:১২
  • ১১০৫

 ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হয়েছে। সংলাপে আট বিভাগে আট দিনে ভোট চাওয়াসহ বেশি কিছু প্রস্তাব করেছে জাপা।

রোববার (৩১ জুলাই) সকালে ইসির সঙ্গে জাপার সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার প্রস্তাবগুলো হলো-

১. ইভিএমে ভোটগ্রহণ না করা।

২. ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের জন্য আট বিভাগে আট দিনে ভোটগ্রহণ করা।

৩. কমিশন আইনের ১২৬ অনুচ্ছেদে পরিবর্তন করা, যাতে কমিশনের কথা না শুনলে কমিশন নিজেই শাস্তির বিধান করতে পারে।

৪. ভোটের আনুপাতিক হারে আসনের প্রস্তাব।

৫. ভোটের সময় নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা বাহিনীসহ ইসির অধীনে কর্মরত সব কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করা।

৬. নির্বাচনি খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লাখ টাকা পরিবর্তন করে ৫০ লাখ টাকা করতে হবে।

৭. ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ডের বিলের জন্য প্রার্থিতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল আছে তা বাতিল করতে হবে।

৮. সরকারি কর্মচারীরা অবসরে যাওয়ার পরে সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।

আরও পড়ুন… আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম

এর আগে বেলা ১১টায় মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাপার ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

এ দিকে বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122774 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:12:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group