• হোম > আন্তর্জাতিক > রাষ্ট্রবিজ্ঞানে ১০০ নম্বরের মধ্যে ১৫১ পেয়েছেন এক পরীক্ষার্থী

রাষ্ট্রবিজ্ঞানে ১০০ নম্বরের মধ্যে ১৫১ পেয়েছেন এক পরীক্ষার্থী

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১৩:২৪
  • ৫১৪

 ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে এক শিক্ষার্থী একটি বিষয়ের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ১৫১ পেয়েছেন। গতকাল রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে (এলএনএমইউ)। স্নাতকের ওই শিক্ষার্থী জানান, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ বিস্ময়কর নম্বর পেয়েছেন।

শিক্ষার্থী বলেন, ‘আমি এ ফল দেখে সত্যিই অবাক হয়েছি। যদিও এটা ছিল একটি অস্থায়ী মার্কশিট। তবে, ফল প্রকাশের আগে তা কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত ছিল।’

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থী তাঁর অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। এ নম্বর পাওয়া সত্ত্বেও তাঁকে পরের গ্রেডে উন্নীত করা হয়েছেন।

এই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, তাঁর ফলাফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। পরে তাঁকে একটি সংশোধিত মার্কশিট দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্ট্রার মুশতাক আহমেদ বলেন, দুটি মার্কশিটেই টাইপিং ত্রুটি ছিল। টাইপোগ্রাফিক ত্রুটি সংশোধনের পর উভয় শিক্ষার্থীকে নতুন মার্কশিট দেওয়া হয়েছে।

মুশতাক আহমেদ বলেন, ‘এগুলো শুধুই টাইপোগ্রাফিক ত্রুটি ছিল, অন্য কিছু নয়।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122780 ,   Print Date & Time: Monday, 29 December 2025, 12:25:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group