• হোম > ঢাকা | বাংলাদেশ > কালকিনিতে মহিলা সিআইজি গ্রুফের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কালকিনিতে মহিলা সিআইজি গ্রুফের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ১০:১৯
  • ৪৯২

মহিলা সিআইজি গ্রুফের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রম-ফেজ ২ (এনএটিপি-২)এর আওতায় এআইএফ-২ উপ-প্রকল্পের অধীনে ম্যাচিংগ্রান্ট প্রাপ্ত সিআইজি সমুহের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে।

আজ সোমবার সকালে এ সকল কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়।সিআইজি দুইটি গ্রুফ এর মাঝে ৪টি পাওয়ার টিলার,২টি পাওয়ার থ্রেসার,২টি ফুট পাম্প,ও ২টি হ্যান্ড স্প্রেয়ার বিতরন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসন(340) এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি উপজেলা কৃষি কর্ম্কর্তা মিল্টন বিশ্বাস,অতিরিক্ত কৃষি অফিসার শাশ্বতী ছন্দা দেবনাথ,কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ গোবিন্দ মন্ডল,সহকারী মোঃ আলী আসগর মোল্লা,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,উপজেলা মৎস্য কর্ম্রকর্তা সন্দীপন মজুমদার সহ উপজেলা উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122839 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 07:45:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group