• হোম > আন্তর্জাতিক > চীনের নিষেধাজ্ঞার কবলে তাইওয়ানের খাদ্যপণ্য

চীনের নিষেধাজ্ঞার কবলে তাইওয়ানের খাদ্যপণ্য

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১১:১৫
  • ৩৪৯

 ছবি: সংগৃহীত

চীনের নিষেধাজ্ঞার কবলে পড়লো তাইওয়ানের খাদ্যপণ্য। মার্কিন স্পিকারের সফরকে ঘিরেই অর্থনৈতিক এ খড়গ। খবর এপি’র।

বুধবার (৩ আগস্ট) সকালে চীনের বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য লেবু বা কমলা জাতীয় ফল, দুই প্রজাতির মাছ ও বালু না আনার। একদিন আগেই তাইওয়ানে উৎপাদিত বিস্কুট ও কনফেকশনারি খাবারের ওপর পড়ে নিষেধাজ্ঞার খড়গ। অর্থনীতির জন্য অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল তাইওয়ান। সেখান থেকে ৩০ শতাংশ পণ্য ও খাদ্যশস্য রফতানি করা হয় বেইজিংয়ে। তাছাড়া, অন্যতম বাণিজ্যিক সহযোগীও তারা।

এদিকে বুধবার দরপতনের মধ্যে দিয়ে এশিয়ার পুঁজিবাজারে শুরু হয় লেনদেন। তাইওয়ানের স্টকের সূচক এক দশমিক ৬ শতাংশ নিম্নমুখী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122917 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:19:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group