• হোম > খেলা > বিজয়-শান্তদের নিয়ে সমালোচনা পছন্দ হচ্ছে না সোহানের

বিজয়-শান্তদের নিয়ে সমালোচনা পছন্দ হচ্ছে না সোহানের

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১১:৩১
  • ৩৮৭

 ছবি: সংগৃহীত

‘জিতলে পুরস্কার, হারলে তিরস্কার’- শুধু ক্রিকেট নয়, যেকোনো খেলাধুলার সঙ্গেই কথাটি ওতপ্রোতভাবে জড়িত। তবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান মনে করেন, যারা ভালো করছে না তাদের সমালোচনা না করে পাশে থাকা জরুরি।

আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যাওয়া সোহান আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। ঢাকা বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমে জানিয়েছেন; জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে রান না পাওয়া এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ারদের নিয়ে ইতিবাচক মন্তব্য করতে।

সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে সবাই যে প্রতিদিন রান করবে এমন না। খেলোয়াড়দের খারাপ সময়, ভালো সময় দুটাই যায়। কারো ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এভাবে মন্তব্য করার চেয়ে আমার মনে হয় যার ভালো যাচ্ছে তাকে সমর্থন করা এবং যার খারাপ যাচ্ছে তার পাশে থাকা জরুরি।’

শেষ ম্যাচে ইনজুরি আক্রান্ত সোহানকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। তবে ১০ রানের পরাজয় মানতে হয়। সিরিজ হেরে সোহান বলেন, ‘হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে। যেহেতু খেলাও দেখিনি, কোনো মন্তব্যও করতে পারছি না। তবে সবাই নিজের জায়গা থেকে খুব চেষ্টা করেছে।’

আঙুলের চোটে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। আগামীকাল বুধবার ডাক্তার দেখিয়ে চলবে রিহ্যাব। সোহানের বিশ্বাস, আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে সুস্থ হয়ে ফিরবেন তিনি।

এশিয়া কাপে নিজেদের গ্রুপে শ্রীলঙ্কা আর আফগানিস্তানকে পেয়ে সোহান বলছিলেন, ‘শ্রীলঙ্কা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলেও ভালো ফলাফল হবে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি। এশিয়া কাপের এখনো সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122925 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:52:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group