• হোম > অর্থনীতি > ‘বিশ্বের অনেক দেশের জন্য রোল মডেল বাংলাদেশ’

‘বিশ্বের অনেক দেশের জন্য রোল মডেল বাংলাদেশ’

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১২:০৪
  • ৪৭৮

 ছবি: সংগৃহীত

ঘনবসতিপূর্ণ দেশ হয়েও করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিশ্বের অনেক দেশের জন্যই রোল মডেল ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি কো-অর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটির লরা স্টোন।

মঙ্গলবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আল‌মের সঙ্গে সাক্ষাৎ ক‌রে এ কথা বলেন ঢাকায় সফররত বাই‌ডেন প্রশাস‌নের এ কর্মকর্তা।

বৈঠ‌কে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। উভয়পক্ষ ঢাকা ও ওয়া‌শিংট‌নের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নি‌য়ে বিস্তারিত আলোচনা করেন।

অন্যদিকে বাংলা‌দেশ‌কে কোভিড ভ্যাক্সিন অনুদান দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামনের দিনগুলোতে সহযোগিতার ক্ষেত্রসমূহ বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী সে‌প্টেম্ব‌রে অনু‌ষ্ঠেয় গ্লোবাল অ্যাকশন প্ল্যান ফর কোভিড-১৯ রেসপন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশ কর্তৃক যৌথ আয়োজনের বিষয়টি আলোচনায় তোলা হয়। ওই বৈঠকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি কো-অর্ডিনেটর। এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

এর আগে, ডেপুটি কো-অর্ডিনেটর লরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরীর স‌ঙ্গে সাক্ষাৎ করেন এবং দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। উভয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122935 ,   Print Date & Time: Saturday, 17 January 2026, 09:40:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group