• হোম > জাতীয় > বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদ্রাসার জন্য ৮ নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদ্রাসার জন্য ৮ নির্দেশনা

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১২:৩৮
  • ১১৭৯

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদ্রাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ১লা আগস্ট রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশণায় বলা হয়েছে- শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা, সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইনে-ভার্চুয়ালি করা, গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর-দপ্তর-সংস্থা-শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো, বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করা, দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সব দপ্তর-সংস্থা-শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

এছাড়া জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122945 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:35:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group