• হোম > আন্তর্জাতিক > তাইওয়ানের সমুদ্র এলাকায় সামরিক মহড়া শুরু করলো চীন

তাইওয়ানের সমুদ্র এলাকায় সামরিক মহড়া শুরু করলো চীন

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ১১:৩৫
  • ৪২১

 ছবি: সংগৃহীত

তাইওয়ানের সমুদ্র এলাকাজুড়ে সামরিক মহড়া শুরু করলো চীন। স্থানীয় সময় বেলা ১২টা থেকে বিশাল পরিসরে চলছে এই শক্তিমত্তা প্রদর্শন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডের ১২ মাইল এলাকাজুড়ে এই মহড়া পরিচালিত হবে।

মূলত বাধা-নিষেধ উপেক্ষা করেই মঙ্গলবার তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। সেটির কঠোর জবাব দিতেই অঞ্চলটিতে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে চীন।

ঘোষণা অনুসারে, ব্যস্ত সমুদ্রপথগুলো আগামী চারদিন আটকা থাকবে। বন্ধ থাকবে ছয়টি এক্সক্লুশন জোন বা বাণিজ্যিক এলাকা। এ সময় দূরপাল্লার মিসাইল ছোড়ার পাশাপাশি নতুন সমরাস্ত্র ঝালাইয়ের ঘোষণাও দিয়েছে জিনপিং প্রশাসন।

এদিকে, হুমকি-হুঁশিয়ারি রুখতে নিজেদের সীমান্তে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে তাইওয়ানও। জানিয়েছে, চীনের যুদ্ধযান আকাশসীমা লঙ্ঘন করলেই গুণতে হবে চরম মূল্য। প্রেসিডেন্ট সাই’র অভিযোগ, তাদের ওপর সাইবার অ্যাটাক চালানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123001 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 04:36:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group