• হোম > বিনোদন > মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী’ বললেন বাপ্পী

মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী’ বললেন বাপ্পী

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ১৩:৪৬
  • ৪২৮

 ছবি: সংগৃহীত

জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরকে সুবিধাবাদী মানুষ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

তানভীর তারেকের উপস্থাপনায় একটি রেডিও অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাপ্পি। ওই অনুষ্ঠানে বাপ্পী বলেন, যেখানে ট্রেন্ড হয় সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই।

‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’র ট্রেন্ডে দৌড়াচ্ছে। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছে। সুবিধাবাদি ট্রেন্ড আর কি।

শোবিজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মিশা সওদাগরের নামে এই কথাগুলো বলেন বাপ্পী। খানিকটা আক্ষেপ প্রকাশ করে তিনি এও বলেন, মিডিয়ায় যতদিন সামনা সামনি থাকে ততদিন ভালোবাসা থাকে। দূরে থাকলে কমে যায়। এটাই মিডিয়ার রিলেশনশিপ।

এদিকে এক সাক্ষাৎকারে বাপ্পী বলেন, “আমার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ দিয়েই কিন্তু হলে দর্শক ফিরতে শুরু করেছে। কেউ স্বীকার করুক বা না করুক, এই সিনেমাটি হিটের মাধ্যমে বছর শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এখন অবধি দর্শকদের দেশের সিনেমা নিয়ে যে উন্মাদনা-ভালোবাসা দেখতে পাচ্ছি, তাতে আমি আশাবাদী। এভাবে চলতে থাকলে চলচ্চিত্রে সুদিন ফিরবেই।”

সিনেমার তারকাদের হলে হলে গিয়ে প্রচারের বিপক্ষে ‘ভালোবাসার রঙ খ্যাত’ এই অভিনেতা। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমার সবসময় মনে হতো শিল্পীরা পর্দাতেই শোভনীয়। আমরা যদি বাইরে গিয়ে সবার সঙ্গে মিশে যাই তাহলে তো বিশেষ কিছু থাকলো না। কিন্তু এখন যেহেতু প্রচারণার নতুন এই ট্রেন্ডটি চালু হয়েছে সেহেতু এটাকে আমি সাধুবাদ জানাই। এ ধরনের প্রচারণায় দর্শক হলে এলে আমিও ভবিষ্যতে অংশ নেবো।’

উল্লেখ্য, বর্তমানে ‘শত্রু’ শিরোনামের একটি পুলিশ অ্যাকশন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত বাপ্পী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘জয় বাংলা’, ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’, ‘কুস্তিগীর’সহ বেশ কয়েকটি সিনেমা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123042 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 03:55:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group