• হোম > আন্তর্জাতিক > সমর্থন আদায়ে মিয়ানমারে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর

সমর্থন আদায়ে মিয়ানমারে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ১৬:৩৪
  • ৩৮৯

 ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ে সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার (৩ আগস্ট) মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইংয়ের সাথে সাক্ষাৎ করেন তিনি।

নেইপিদোর সেই বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন এই দুই নেতা। এ সময়, মিয়ানমারে স্থিতিশীল অবস্থা ফেরানোর ব্যাপারে জান্তা উদ্যোগের প্রশংসা করেন ল্যাভরভ।

ল্যাভরভ জানান, সামরিক সরকারের পদক্ষেপে সংহতি প্রকাশ করে রাশিয়া। তাছাড়া, ২০২৩ সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে; এমন প্রত্যাশা জানান ল্যাভরভ।

মিয়ানমার জান্তার অন্যতম মিত্র পুতিন প্রশাসন। একইসাথে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। মানবাধিকার কর্মীদের অভিযোগ, গেলো বছরের অভ্যুত্থানে সেনাবাহিনীকে অস্ত্র সহযোগিতা দিয়েছিলো মস্কো।

আরও পড়ুন: ভারতে আরও একজন মাঙ্কিপক্সে আক্রান্ত, পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক

অভ্যত্থান এবং তাদের ক্ষমতা দখল প্রতিরোধকারীদের ওপর সহিংতা চালানোর কারণে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিকার হয়েছে অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার। দেশটি গৃহযুদ্ধে আক্রান্ত বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। অভ্যুত্থানের পর থেকে প্রায় ২১৪৮ জন লোক নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123059 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:17:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group