• হোম > রাজশাহী > বড়াইগ্রামে নিজের গলাকেটে ব্যবসায়ীর আত্মহত্যা

বড়াইগ্রামে নিজের গলাকেটে ব্যবসায়ীর আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ১৭:৩৫
  • ৩৭৫

বড়াইগ্রামে নিজের গলাকেটে ব্যবসায়ীর আত্মহত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ঋণের বোঝা বইতে না পেরে নিজের গলায় ধারালো বটি চালিয়ে আত্মহত্যা করেছে মোবাইল ফোন ব্যবসায়ী এক যুবক। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুরস্থ নিজ শোবার ঘর থেকে গলাকাটা (সামনের অংশ) অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোবাইল ফোন ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম সোহেল (৩৪)। সে বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মোহাম্মদ উল্ল্যাহ’র ছেলে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ব্যবসার সুত্র ধরে সোহেল ব্যাপক ঋণগ্রস্থ হয়ে পড়ে ও পাওনাদারদের চাপে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এক পর্যায়ে সে নিজ শোবার ঘরে স্ত্রী না থাকার সুযোগে দরজা আটকিয়ে ধারালো বটি দিয়ে নিজের গলা কাটে। তার গোঙরানোর শব্দ শুনে পরিবারের সদস্যরা লোহা কাটার মেশিন এনে দরজা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ও তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার এই লোমহর্ষক আত্মহত্যার আড়ালে কোনো অপরাধী জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে সিআইডি কাজ শুরু করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123063 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:21:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group