• হোম > রংপুর > রাজারহাটে একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সংবর্ধনা

রাজারহাটে একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ২০:২৫
  • ৩৭৮

রাজারহাটে একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সংবর্ধনা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্রাহাম লিংকনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার(৪আগষ্ট) কুড়িগ্রামের রাজারহাট আদর্শ মহিলা কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ মো: শাহ্ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন।

এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রানা, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ- উজ্জ- জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।

সংবর্ধনা পেয়ে আব্রাহাম লিংকন বলেন, নারী শিক্ষার ব্যাপক প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করার মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ৬ হাজার স্মারক নিয়ে আব্রাহাম লিংকন যে উত্তরবঙ্গ জাদুঘর প্রতিষ্ঠা করেছেন, ইতোমধ্যে তা দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয় প্রতিষ্ঠা, ফেলানী হত্যা মামলায় তার বাবাকে আইনী সহায়তা, ছিটমহল বিনিময়ে আইনী লড়াই করে সমাজ ও রাষ্ট্রের জন্য অনন্য অবদান রেখে গেছেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123079 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 02:08:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group