• হোম > আন্তর্জাতিক > গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কমান্ডারসহ নিহত ৮

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কমান্ডারসহ নিহত ৮

  • শুক্রবার, ৫ আগস্ট ২০২২, ২৩:২৪
  • ৪২২

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কমান্ডারসহ নিহত ৮
একটি ফিলিস্তিনি জিহাদি গোষ্ঠীর হুমকির জবাবে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক কমান্ডার রয়েছেন।

দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজের (ফিলিস্তিনের ইসলামিক জিহাদ) একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেফতারের পর কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর ইসরায়েলি বাহিনী এ বিমান হামলা চালালো। গাজাভিত্তিক পিআইজে ইসরায়েলে কেন্দ্রীয় এলাকায় পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, ‘ইসরায়েল সন্ত্রাসী সংগঠনকে এজেন্ডা নির্ধারণ করতে দেবে না। ইসরায়েলের ক্ষতি করার জন্য কেউ উঠে দাঁড়ালে তার কাছে আমরা পৌঁছে যাব। আমাদের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের নাগরিকদের হুমকি দূর করতে ইসলামিক জিহাদের সদস্যদের দমন করবে।’

এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেছেন, ‘আমরা ধারণা করছি, অভিযানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। অভিযান এখনো শেষ হয়নি।’

সূত্র : বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123085 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 09:08:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group