• হোম > রংপুর > রাজারহাটে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

রাজারহাটে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

  • শুক্রবার, ৫ আগস্ট ২০২২, ২৩:৪২
  • ৩৪৭

---

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৫আগষ্ট) সকালে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আকলিমা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, সমবায় কর্মকর্তা মো: শাহ আলম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম (রানা), আওয়ামীলীগের চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, বীরমুক্তিযোদ্ধা মন্টু কার্জ্জী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন যুবদের মাঝে ২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক ও ২০ জনের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123089 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 06:55:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group