• হোম > বিনোদন > শিল্পী সমিতির পরিচয়পত্রে ‘সাধারণ সম্পাদক’ নিপুণ!

শিল্পী সমিতির পরিচয়পত্রে ‘সাধারণ সম্পাদক’ নিপুণ!

  • শনিবার, ৬ আগস্ট ২০২২, ০৯:৪৫
  • ৪৫৮

 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ আক্তারের স্বাক্ষর রয়েছে। সম্প্রতি তাকে পরিচয়পত্র বিতরণ করতেও দেখা যায়।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। এরপর থেকে সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শুরু হয়। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পদটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আদালত।

সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, নিপুণ স্বাক্ষর করেছে। সে তো সকল অনুষ্ঠানেও অংশ নিচ্ছে। আর আদালত থেকে তো তাকে নিষেধও করেনি। আমি তো আইন নিয়ে পড়াশোনা করিনি। এটা আপনারা আদালতের কাছে জানতে চান।’

সাধারণ সম্পাদক পদের জায়গায় চিত্রনায়ক নিপুণ আক্তারের স্বাক্ষরের বিষয়ে কথা বলেছেন জায়েদ খান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি অন্যায়। নিপুণ অবৈধভাবে স্বাক্ষর করে পরিচয়পত্র দিচ্ছেন। তিনি আদালত অবমাননা করেছেন। নিপুণ আইনের তোয়াক্কা না করে সমিতির সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুতই পদক্ষেপ নেব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123103 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:48:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group