• হোম > বাংলাদেশ > কসবায় স্ত্রীর সাথে অভিমানে যুবকের মৃত্যু

কসবায় স্ত্রীর সাথে অভিমানে যুবকের মৃত্যু

  • শনিবার, ৬ আগস্ট ২০২২, ১৮:৩৪
  • ৪৪৪

কসবায় স্ত্রীর সাথে অভিমানে যুবকের মৃত্যু
গলায় গামছা প্যাচিয়ে ফাঁসি দিতে গেলে প্রতিবেশিরা জানালা ভেঙ্গে গামছা কেটে দিলে খাটের কিনারায় পরে বিল্লাল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়।

গতকাল (শুক্রবার) সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে ঘটনাটি ঘটে। সে আকছিনা গ্রামের দীঘলিয়া পাড়ার রেজেক মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিল্লাল মিয়া সিএনজি চালিত অটোরিকশা চালাতো। তার কিছুটা মানসিক সমস্যাও ছিলো। পারিবারিক কলহের জের ধরে উত্তেজিত হয়ে হঠাৎ দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসে। তারা জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে বাঁচাতে দা দিয়ে গামছা কাটে। এতে সে খাটের কিনারায় পরে মাথায় মারাত্মক আঘাত পায়। পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে চাইলে নিহতের বড়ভাই জানান, আমার ভাইয়ের মানসিক সমস্যা ছিলো, সে প্রায়ই অকারণে কিংবা ছোটোখাটো ব্যাপারে উত্তেজিত হয়ে যেতো। আমরা তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করতাম। কিন্তু আজ (শুক্রবার) আমরা কেউ কাছে না থাকায় সে ফাঁস লাগাতে সক্ষম হয়। পরে আমরা উপস্থিত হলে তাকে মৃতপ্রায় অবস্থায় পাই। কী নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের স্ত্রী তার সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যায়। এটিকে কেন্দ্র করেই সে আত্মহত্যা করতে চেয়েছিলো। এ ব্যাপারে কোন মামলা করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন মামলা হাঙ্গামায় যেতে চাই না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123166 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:35:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group