• হোম > ধর্ম > যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

  • শনিবার, ৬ আগস্ট ২০২২, ১৯:৪৮
  • ৫৩২

যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সময়ে আল্লাহর কাছে দোয়া করার প্রতি তাগিদ দিয়েছেন। যে সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার সে দোয়া ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দেন। সেই সময় দুটি কখন?

হজরত সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয়। তাহলো-

১. আজানের সময়ের দোয়া এবং

২. যখন একে অপরের সঙ্গে যুদ্ধ লিপ্ত থাকে।

এ হাদিসের অপর এক (মধ্যবর্তী) বর্ণনাকারী হজরত মুসা ইবনু ইয়াকুব অন্য সনদে রিজক ইবনু সাঈদ থেকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সূত্রে বর্ণনা করেন যে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

>‘বৃষ্টির সময়ের দোয়াও (কবুল হয়ে থাকে)।’ (আবু দাউদ, মিশকাত)

উল্লেখিত হাদিসে দুটি বর্ণনায় মোট তিনটি সময়ের কথা এসেছে, তবে এ সময়গুলোর মধ্যে দুটি প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে। একটি হলো- আজান আর দ্বিতীয়টি হলো- বৃষ্টি। এ দুই সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার কোনো বৈধ দোয়াই ফিরিয়ে দেন না। এমনটি বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন পূরণে বেশি বেশি দোয়া করা। হাদিসের ওপর আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টি ও আজানের সময় বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন। আমিন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123187 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 10:47:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group