• হোম > জাতীয় > যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

  • রবিবার, ৭ আগস্ট ২০২২, ১১:৫৫
  • ৩৯১

 ছবি: সংগৃহীত

পাইপলাইনের মেরামত কাজের জন্য ১৩ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৭ আগস্ট) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (১০ ঘণ্টা) শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দ, আগানগর এবং ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123229 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 02:09:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group