• হোম > আন্তর্জাতিক > ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলা

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলা

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১১:০৭
  • ৪৫৯

 ছবি: সংগৃহীত

ইউক্রেনের ‘ঝাপোরজিয়া পারমাণবিক কেন্দ্রে’ আবারও কয়েকদফা মিসাইল ছুড়লো রাশিয়া। তাতে, অঞ্চলটি বাড়লো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগেই ক্ষতিগ্রস্ত তিনটি রেডিয়েশন সেন্সর লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। তাতে সেখানে কর্মরত এক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। তবে, অঞ্চলটিতে সক্রিয় রুশ সেনাবহরের দাবি, পারমাণবিক কেন্দ্রটির প্রশাসনিক ভবন লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইউক্রেনীয় বাহিনী।

উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ঝাপোরজিয়া। যুদ্ধের শুরুর দিকে এটি দখলে নেয় রুশ সেনাবাহিনী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, দখলকৃত অঞ্চলগুলোয় গণভোট রাখা হলে রাশিয়ার সাথে কোনো শান্তি আলোচনা হবে না।

জেলেনস্কি বলেন, সার্বভৌমত্ব ইস্যুতে একই অবস্থানে রয়েছি আমরা। ইউক্রেনের একখণ্ড ভূমিও ছাড় দেয়া হবে না। আর রাশিয়া যদি দখলকৃত অঞ্চলে গণভোট আয়োজনের চিন্তাভাবনাও করে সেটা হবে বড় ভুল। ইউক্রেন ও আন্তর্জাতিক মহল তাদের সাথে সংলাপে বসবে না। এমনকি বন্ধ হয়ে যাবে শান্তি-সমঝোতার সব পথ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123312 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 05:02:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group