• হোম > অর্থনীতি > বাংলাদেশকে ২ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১১:২৯
  • ৩৯৪

 ছবি: সংগৃহীত

করোনা সংকট থেকে উত্তরণে বাংলাদেশকে ৩০ কোটি ডলার বা প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকন

রোববার (৭ আগস্ট) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।

সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় ঋণের এ অর্থ ব্যয় করা হবে। স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে। চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) মুদ্রায় এ ঋণ দেয়া হবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ (রেয়াতকাল) ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। সেই সঙ্গে উত্তোলিত ঋণের ওপর বার্ষিক শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং এক দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোভিড-১৯ অতিমারি থেকে উত্তরণে নগরকেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া স্বাস্থ্য পরিষেবার পরিধি সম্প্রসারণ এবং অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করা হবে। জনগণকে যেসব সেবা দেয়া হবে সেগুলো হলোঃ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123320 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:26:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group