• হোম > আন্তর্জাতিক > মোদিকে রাখি পাঠালেন পাকিস্তানি ‘বোন’

মোদিকে রাখি পাঠালেন পাকিস্তানি ‘বোন’

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১১:৫০
  • ৩৬২

 ছবি: সংগৃহীত

আর কয়েকদিন পরই রাখিবন্ধন। আর তাই আগেভাগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন তার পাকিস্তানি বোন কামার মহসিন শেখ।

রেশমের ফিতের ওপরে সুতোর কারুকাজ করা রাখির সঙ্গে মোদির সুস্বাস্থ্য কামনা করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মহসিন।

কামার মহসিনের আশা তাকে দিল্লিতে ডেকে পাঠাবেন দাদা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, আমার আশা, উনি আমাকে এবার দিল্লিতে ডেকে পাঠাবেন। সেই মতো আমি সমস্ত প্রস্তুতি সেরেও রেখেছিলাম। রেশমের ফিতের উপরে সুতো দিয়ে বুনে এই রাখি বানিয়েছি।

পরবর্তী লোকসভা নির্বাচনে মোদি জিতবেন বলেও আশা তার। তার কথায়, কোনো সন্দেহ নেই উনি আবার প্রধানমন্ত্রী হবেন। ওর সেই যোগ্যতা রয়েছে। কামনা করি প্রতিবারই তিনি যেন ভারতের প্রধানমন্ত্রী হন।

মহসিন বলছেন বিয়ের পর থেকেই তিনি ভারতের বাসিন্দা। এ পর্যন্ত ২৪-২৫বার মোদিকে রাখি পরিয়েছেন তিনি। সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানাচ্ছেন, মোদি যখন কেবল একজন আরএসএস কর্মী তখন থেকেই তিনি তাঁকে রাখি পরান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123326 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:32:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group