• হোম > আন্তর্জাতিক > বিশ্ববাসীর কাছে জেলেনস্কির জোরালো আহ্বান

বিশ্ববাসীর কাছে জেলেনস্কির জোরালো আহ্বান

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১২:১৭
  • ৪১১

 ছবি: সংগৃহীত

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র জাপোরিজঝিয়া পরমাণু চুল্লির কাছে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ইউক্রেনীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে থামাতে নেতাদের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে রাশিয়াকে ‘পরমাণু সন্ত্রাস’ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিক্রিয়া তথা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।

এক টুইটবার্তায় রবিবার তিনি বিশ্বনেতাদের উদ্দেশ্য বলেন, “পরমাণু কেন্দ্রের চুল্লির কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। যেকোনও সময় চুল্লিতে হামলা হতে পারে। এতে গোটা অঞ্চল ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে।”

ইউক্রেনের অভিযোগ, পরমাণু কেন্দ্রে যুদ্ধাস্ত্র মজুত করে রেখেছে রাশিয়া।

তবে পাল্টা অভিযোগ করেছে রাশিয়াও। রুশ কর্তৃপক্ষের দাবি, পরমাণু চুল্লিটিকে ঢাল বানাচ্ছে ইউক্রেন এবং সেখানে যে বোমা হামলা হয়েছে, তা ইউক্রেনীয় বাহিনী করেছে বলে দাবি করেছে রাশিয়া। সূত্র: আরব নিউজ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123339 ,   Print Date & Time: Friday, 9 January 2026, 01:22:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group