• হোম > বিনোদন > ভক্তের কাণ্ডে বিস্মিত শাহরুখ

ভক্তের কাণ্ডে বিস্মিত শাহরুখ

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১২:৪৬
  • ৪২৬

 ছবি: সংগৃহীত

তারকা হওয়ায় ভক্তদের উৎপাত হাসিমুখেই সহ্য করতে হয়। কিন্তু মাঝে মাঝে মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তেমনটাই ঘটেছে শাহরুখ খানের সঙ্গে। রবিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে বলিউডের কিং খানকে। সঙ্গে ছিল দুই ছেলে আরিয়ান ও আব্রাম। বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তারা। ছোট ছেলে আব্রামের হাত ধরে ছিলেন শাহরুখ। আরিয়ান ছিলেন পেছনে।

এসময় এক ভক্ত শাহরুখকে জোর করে থামিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। শাহরুখের হাত ধরারও চেষ্টা করেন তিনি। ঘটনায় আকস্মিকতায় বিস্মিত হয়ে পড়েন শাহরুখ। তিনি পেছনে সরে যান। তবে ওই ভক্তকে কিছু বলেননি তিনি। এসময় পেছনে থাকা আরিয়ান বাবা শাহরুখের পাশে চলে এসে তার হাত ধরেন। দ্রুতই তারা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। ওই ঘটনা ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই ওই ভক্তের আচরণের নিন্দা জানিয়েছেন।

আরিয়ান মাদককাণ্ডে কারাগারে যাওয়ার পর ক্যামেরা থেকে দূরে ছিলেন শাহরুখ। খুব কমই আরিয়ান ও শাহরুখকে একসঙ্গে দেখা গেছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তারা। আগামী বছর তিনটি ছবি মুক্তি পাবে শাহরুখের। আরিয়ানও চিত্রনাট্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123345 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:20:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group