• হোম > খেলা > ‘ভাগ্য ভালো এসব ম্যাচে পয়েন্ট নেই’

‘ভাগ্য ভালো এসব ম্যাচে পয়েন্ট নেই’

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৩:০০
  • ৪১৫

 ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হারের পর স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে জিম্বাবুয়ে রান তাড়া করার যে চ্যালেঞ্জ নিয়েছিল তাতে তারা সফল। প্রথম ওয়ানডেতে ৩০৩ রান তাড়া করে জিতেছে। রবিবার জিতেছে ২৯১ রানের টার্গেটে।

দুই ম্যাচে বাংলাদেশের ইনিংসে এসেছে একাধিক ফিফটি। কিন্তু নেই কোনো সেঞ্চুরি। অথচ জিম্বাবুয়ের আছে চারটি সেঞ্চুরি। সঙ্গে একাধিক ক্যামিও ইনিংস। এতো কিছুর পরও ক্রিকেটারদের পাশে আছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘গত দুই দিনের পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা ঠিক হবে না। তবে এটা ঠিক যে, অনেক কাজ বাকি আমাদের। তারা চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটিও করতে পারিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্য ভালো যে, এসব ম্যাচে পয়েন্ট নেই।’

ডমিঙ্গো আরও বলেন, ‘দুটি ম্যাচেই জিম্বাবুয়ে ৬০/৩, ৪০/৪ ছিল। আমাদের ছেলেরা চাপ সহ্য করতে পারেনি। বেশি আলগা বল করে করেছে, বাজে ফিল্ডিং করেছে। ক্রিকেটাররা অনেক পরিশ্রম করছে, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটি খুবই হতাশার।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123349 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:06:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group