• হোম > খুলনা | বাংলাদেশ > সাপাহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

সাপাহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৫:২১
  • ৩৯১

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ”মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রারনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সোমবার (৮ আগস্ট) বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।

সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কে শ্রদ্ধার সাথে স্বরন করে তার ত্যাগ ও সুন্দরতম দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা: মুহা.রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ ওসি আল মাহমুদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন ও ইউআরসি জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার,বি আর ডি বি কর্মকর্তা আলমগীর হোসেন সহ আন্যান্য কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123357 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 02:31:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group