• হোম > খেলা > টিকছে না সাকিবের যুক্তি, শক্ত অবস্থানে বিসিবি

টিকছে না সাকিবের যুক্তি, শক্ত অবস্থানে বিসিবি

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৬:০০
  • ৪১১

ছবি: সংগৃহীত

কদিন আগেই বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী বেটিং সংক্রান্ত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসার পর এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ব্যাপারটি তারা গুরুত্ব সহকারে দেখছেন।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমি আপনার সাথে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি…এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’

দুই একদিনের মধ্যেই এই ব্যাপারটির সুরাহা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বিসিবি যেকোনো কারণে দরপ্রত্র আহ্বান করলেও সেখানে উল্লেখ্য থাকে কোনো বেটিং প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। এ ছাড়াও ক্রিকেটাররা যেন এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত না হন এই ব্যাপারেও বেশ সতর্ক অবস্থানে থাকে বিসিবি। বেটিংয়ের সঙ্গে সংম্পৃক্ত যেকোনো ব্যাপারে বিসিবি কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছেন জালাল ইউনুস।

তার ভাষ্য, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123363 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 02:45:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group