• হোম > আওয়ামীলীগ | রাজনীতি > বিএনপির কোনো ভবিষ্যৎ নেই: ওবায়দুল কাদের

বিএনপির কোনো ভবিষ্যৎ নেই: ওবায়দুল কাদের

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৬:২০
  • ৩৭৮

 ছবি: সংগৃহীত

বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৮ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, তারা বলে আমরা নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করেছি। আমি বলি যারা অপরাধীর হাতে, দণ্ডিত ব্যক্তির হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাদের কোনো ভবিষ্যৎ নেই। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছে।

সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি ঐক্য করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীদের নিয়ে বৈঠক করছে তারা।

জ্বালানি তেলের দাম বাড়ানো প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই মূল্য বৃদ্ধির বাস্তবতা আছে। বিশ্ববাজারে যখন দাম কমে যাবে, আমরাও তখন মূল্য সমন্বয় করবো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123375 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:30:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group