• হোম > পরবাস > শ্রীলঙ্কায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

শ্রীলঙ্কায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৮:২২
  • ১১২০

শ্রীলঙ্কায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তার, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদৎ বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গমাতার জীবন, তার আত্মত্যাগ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123385 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 07:11:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group