• হোম > চট্টগ্রাম > কসবায় চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চার হাজার গাছের চারা বিতরণ

কসবায় চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চার হাজার গাছের চারা বিতরণ

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৯:২৪
  • ৪৬১

কসবায় চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চার হাজার গাছের চারা বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার (৭আগস্ট) চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চার হাজার গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বে-সরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডেসট্রেটিউট পিপলস (ওডিপি) এর উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়।

কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া মিরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারাপুর ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছের চারাগুলি বিতরণ করা হয়।

বে-সরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডেসট্রেটিউট পিপলস (ওডিপি) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা, প্রথম আলোর কসবা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, সরকারি কর্মকর্তা সাহেদ আলী, কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম, নোয়াপাড়া মিরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার আক্তার, বে-সরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডেসট্রেটিউট পিপলস (ওডিপি)-র সহকারী নির্বাহী পরিচালক পারভিন আক্তার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123397 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 12:04:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group