• হোম > বিএনপি > জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৯:৩৮
  • ৩৯০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি

জ্বালানি তেলের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, জ্বালানি তেলের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুইদিনের কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১১ আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং ১২ আগস্ট সারা দেশে প্রতিটি মহানগর জেলায় প্রতিবাদ সমাবেশ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর আমরা কর্মসূচি নিয়ে সামনে ঐক্যবদ্ধভাবে রাজপথে যাব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123403 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 05:07:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group