• হোম > আন্তর্জাতিক > আত্মঘাতী হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

আত্মঘাতী হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১১:৫০
  • ৪০৭

 ছবি: সংগৃহীত

আত্মঘাতী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনী এই ঘটনা তদন্ত শুরুর তথ্য জানিয়েছে। সেনাবাহিনী সন্ত্রাসবাদের ‍নির্মূল করতে বদ্ধপরিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী জেলায় পাকিস্তানের নিরপত্তা বাহিনীর ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত ৪ জুলাই এই অঞ্চলে এক সামরিক বহরে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য আহত হন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123449 ,   Print Date & Time: Saturday, 18 October 2025, 07:10:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group