• হোম > আন্তর্জাতিক > দক্ষিণ ইরানে ছুরিকাঘাতে ১০ জন নিহত

দক্ষিণ ইরানে ছুরিকাঘাতে ১০ জন নিহত

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১১:৫৩
  • ৩৮৭

 ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। খবর এপি ও সিজিটিএন এর।

শহরের ভারপ্রাপ্ত গভর্নর হোসেন রেজাইকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, “এক আফগান নাগরিক রাফসানজানে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে হত্যা করেছে।” রেজাই আরো জানান, সন্ধ্যায় প্রদেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রামীণ এলাকায় সংঘটিত এই হামলায় ছয় আফগান ও চার ইরানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি “মানসিকভ ভারসাম্যহীন ও মাদকাসক্ত’ ছিল বলে জানা গেছে।

ইরান কয়েক দশক ধরে লক্ষাধিক আফগান শরণার্থীদের আশ্রয় প্রদান করেছে, কিন্তু গত বছর আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশগুলির মধ্যে ভাগ করা ৯০০-কিলোমিটার (৫৫০-মাইল) সীমান্ত দিয়ে নতুন অভিবাসী ভীড় করেছে। -বাসস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123451 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:16:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group