• হোম > জাতীয় > ট্রাকের পেছনে গ্রিনলাইনের ধাক্কা, চালক নিহত

ট্রাকের পেছনে গ্রিনলাইনের ধাক্কা, চালক নিহত

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১৩:৪৬
  • ৪৭৭

ছবি: সংগৃহীত

 চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিনলাইন পরিবহনের চালক আনোয়ার হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার বাস একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাসটির আরও তিন যাত্রী আহত হন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

এসআই কামরুল বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123459 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 11:36:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group