• হোম > আন্তর্জাতিক > ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধ: পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্টের ফোনালাপ

ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধ: পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্টের ফোনালাপ

  • বুধবার, ১০ আগস্ট ২০২২, ১০:৩৯
  • ৪২৭

 ছবি: সংগৃহীত

রাশিয়ার অভ্যন্তরে ‘জিউইশ এজেন্সি’ নামে একটি ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় দেশটির বিচার মন্ত্রণালয়।

সংস্থাটি রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে অভিবাসী হিসেবে ইসরায়েলে যাওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকে। রাশিয়া দাবি করছে, ওই এজেন্সিটি অবৈধভাবে রুশ নাগরিকদের তথ্য সংগ্রহ করছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।

পরে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এই ই ইহুদি সংস্থাটি ১৯২০ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় এবং তারাই প্রথম ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসী হিসেবে পাঠাতে থাকে।

পরে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়। রাশিয়ায় এ সংস্থাটির বিশাল নেটওয়ার্ক রয়েছে। রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এ সংস্থার কার্যালয় আছে।

সূত্র: রয়টার্স।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123507 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 12:45:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group